যে কারণে আমিরাতেই হচ্ছে আইপিএল

খেলা ডেস্ক


জুলাই ২৩, ২০২০
০৯:২৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০৯:২৩ অপরাহ্ন



যে কারণে আমিরাতেই হচ্ছে আইপিএল

এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে। এবার করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ায় আইপিএল আয়োজনের দরজা খুলে যায়।৷ কিন্তু ভারতে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ ঘটছে, তাতে ঝুঁকি নিতে চায়নি বোর্ড৷। এই অবস্থায় আইপিএল-এর আয়োজন বিদেশে করা ছাড়া দ্বিতীয় উপায় ছিল না বোর্ডের৷ প্রাথমিক পছন্দের তালিকায় ছিল আরব আমিরাত ও শ্রীলঙ্কা৷ কারণ, আরব আমিরাতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে৷। আর সবচেয়ে কম করোনা সংক্রমণ যে দেশগুলিতে, তার মধ্যে একটি শ্রীলঙ্কা৷ 

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ড যেমন আদর্শ পরিবেশ ও নিয়ম পালনের মাধ্যমে আয়োজন করেছে, আরবও সেই পথেই হাঁটবে৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯টি উইকেট রয়েছে৷ তাই কম সময়ে একাধিক ম্যাচ করানো যেতে পারে৷ এমনটাই গাল্ফ নিউজ-কে জানিয়েছেন, দুবাই স্পোর্টস সিটির প্রধান সলমন হানিফ৷ শুধুমাত্র আইসিসি কমপ্লেক্সেই ৩৮টি উইকেট রয়েছে৷ স্টেট অফ দ্য আর্ট ইন্ডোর ফেসিলিটি৷ যদি খুব গরম পড়ে, তা হলে ইন্ডোর ম্যাচ করা যাবে৷ আরও একটি সুবিধে হল, আরব আমিরাতে দুর্দান্ত পরিকাঠামো ও প্র্যাক্টিস ফেসিলিটি৷ একই সঙ্গে বিমান যোগাযোগ৷ প্লেয়াররা দুবাইতে থাকতেই পছন্দ করবেন, কারণ শারজা যেতে আধ ঘণ্টা লাগবে, আবু ধাবি দেড় ঘণ্টা মতো৷ 

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যেহেতু জেডব্লিউ ম্যারিয়ট গোষ্ঠীর বাণিজ্যিক চুক্তি রয়েছে, তাই তারা হয়তো ম্যারিয়টের দুবাই হোটেলেই থাকবে৷ অন্যান্য টিমের প্লেয়াররাও চাইছেন দুবাইতে থাকতে৷ যদিও ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি, তবে সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জইদ ক্রিকেট স্টেডিয়াম, শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এছাড়াও দুবাইয়ে রয়েছে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড নম্বর ১ ও দুবাই ক্রিকেট কাউন্সিলের দু'টি মাঠ৷ আগামী ২৪ জুলাই ভেন্যু নিয়ে বৈঠক করবে আইপিএল-এর গভর্নিং বডি৷ আরব আমিরাত চেষ্টা করছে দর্শকদের মাঠে থাকার অনুমতি দেওয়ার৷ সে ক্ষেত্রে করোনা বিধি মেনে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে৷ আরব আমিরশাহিতে ৫০ হাজার করোনা আক্রান্ত ও ৩ শ'র বেশি মৃত্যু হয়েছে৷ আর ভারতে আক্রান্তের সংখ্যা ১২ লাখের বেশি, মৃত্যু ২৯ হাজার ছাড়িয়েছে৷ 

এএন/০৮