ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. এস এম শাহরিয়ার তত্বাবধানে এ ক্যাম্প সম্পন্ন হয়।
উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় তাদের মধ্যে ফ্রি ওষুধ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
রোগীদের চিকিৎসা সেবায় দেন ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ডা. সাফাওয়াত আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক সুষেন চন্দ্র দাশ, সহস্বাস্থ্য পরিদর্শক সুনির্মল চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী রসরাজ দাশ, স্বাস্থ্য সহকারী নিউটন ধর, সৈয়দ আক্তার আলী।
ইউডি/বিএ-১১