সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৪, ২০২০
১২:২৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২০
১২:২৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে 'মরহুম আল্লামা আলম মুন্সী ফাউন্ডেশন'। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পীর আব্দুল মজিদ শাহ ঈদগাহ ময়দানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও কিছু শুকনো খাবার প্রদান করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী এডভোকেট মো. মুহিবুর রহমান। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, 'মরহুম আল্লামা আলম মুন্সী ফাউন্ডেশন' বেশ কিছুদিন থেকে অসহায় মানুষদের বিভিন্নরকম সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বন্যাদুর্গত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
আরআর-০৪