শাবির সাবেক শিক্ষার্থী গিয়াসের চিকিৎসায় অনলাইন প্রতিযোগিতা

শাবি প্রতিনিধি


জুলাই ২৪, ২০২০
০৯:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২০
০৯:০৯ অপরাহ্ন



শাবির সাবেক শিক্ষার্থী গিয়াসের চিকিৎসায় অনলাইন প্রতিযোগিতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ গিয়াস উদ্দিন লিভার সিরোসিসে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করতে শাবির অর্থনীতি ২৯তম ব্যাচের পক্ষ থেকে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

ইভেন্টটি আগামীকাল ২৫ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। ইভেন্টে থাকবে ৪টি সেগমেন্ট- সাধারণ জ্ঞান, স্পোর্টস কুইজ, এনালিটিক্যাল কুইজ ও পেইন্টিং।

স্পোর্টস কুইজ শুরু হবে ২৫ জুলাই, এনালিটিক্যাল কুইজ ২৬ জুলাই, সাধারণ জ্ঞান ২৭ জুলাই এবং সপ্তাহের ৬ দিনই চলবে আর্ট কম্পিটিশন। 

কম্পিটিশনে প্রথম ৩টি ইভেন্টে বিজয়ীদের জন্য স্মৃতিস্বরূপ থাকছে তিনশ ও দুইশ টাকার পুরস্কার। পেইন্টিংয়ে ১ম ও ২য় স্থান অর্জনকারীদের জন্য থাকছে সার্টিফিকেট।

প্রতিটি সেগমেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ধরা হয়েছে। তবে যে কেউ চাইলে নিজের ইচ্ছানুযায়ী তহবিলে টাকা দিতে পারবেন।

 

এইচএন/আরআর-০৬