এয়ারপোর্ট রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন



এয়ারপোর্ট রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৩

সিলেটের এয়ারপোর্ট রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

আজ শুক্রবার(২৪ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে শহরতলীর এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন। 

তিনি সিলেট মিররকে বলেন, 'দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। '

 

এনএইচ/এএফ-০১