নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
সিলেট হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে রাসেল আহমদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ডেমরা এলাকার শুক্কুর মিয়ার ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম'আ শাহজালাল (রহ.) মাজারের পার্শ্বস্থ কবরস্থানের জানাজার ঘরের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শাহাজালাল মাজার পুলিশ কেন্দ্রের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোর্তিময় সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাসেল আহমদ নামের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পকেটে থাকা মোবাইল নিয়ে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তার পরিবারের সদস্যরা সিলেটে আসছেন বলে পুলিশকে জানিয়েছেন।’
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘রাসেল একজন মানসিক রোগী। কাউকে না বলে তিনি সিলেটে এসেছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’
এনএইচ/বিএ-২১