বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন



বেড়েছে পেঁয়াজের দাম

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সিলেটের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। চাহিদা বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্য মসলা জাতীয় পণ্যের দাম। তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

শুক্রবার (২৪ জুলাই) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। 

সিলেট নগরের কয়েকটি বাজার ঘুরে জানা যায়, বাজারে দেশি পেঁয়াজ মানভেদে ৩২ টাকা থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিলো ৩০ টাকা। আমদানি করা পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ২২ টাকায় মিলেছে।

ব্যবসায়ীরা জানান, কোরবানিকে ঘিরেই মুলত পেঁয়াজের চাহিদা ও দাম বেড়েছে।

পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্য মসলা জাতীয় পণ্যের দাম। বাজারে দেশি রসুন মানভেদে প্রতি কেজি ৭০ টাকা থেকে ৯০ টাকা, হলুদ ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, আদা ১২০ টাকা থেকে ১৪০ টাকা, জিরা ৩৮০ টাকা থেকে ৪৫০ টাকা, দারুচিনি ৩৮০ টাকা থেকে ৪৬০ টাকা, লবঙ্গ ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা, এলাচ ২ হাজার ৭শ টাকা থেকে ৪ হাজার টাকা, শুকনো মরিচ ১৮০ টাকা থেকে ২৫০ টাকা, তেজপাতা ১শ টাকা থেকে ১২০ টাকা ও ধনেপাতা ১শ টাকায় বিক্রি হচ্ছে।

নগরের রিকাবিবাজার এলাকার ব্যবসায়ী শফিক মিয়া বলেন, এবার অন্য বছরের তুলনায় সব ধরনের মসলার দাম কম রয়েছে। তবে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। 

এদিকে সিলেট নগরের কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে। তবে দাম বেশি। বাজারে ১৮০ টাকা থেকে ২শ টাকার নিচে মিলছে না কাঁচামরিচ। এছাড়া বাজারে প্রতি কেজি কাঁকরোল ৪০ টাকা থেকে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙা ও চিচিঙা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, করলা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া বাজারে জালি লাউ আকারভেদে ৩০ টাকা থেকে ৫০ টাকা, লেবু প্রতি হালি ১৫ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদকে সামনে রেখে কিছুটা কমেছে মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজিতে। এছাড়া বাজারে প্রতি হালি মুরগির ডিম ৩৫ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, চিনি ৬০ টাকা, বড় দানার মসুর ডাল ৭০ টাকা থেকে ৮০ টাকা, ছোলা ৭০ টাকা, খোলা আটা ৩০ টাকা ও ময়দা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এনসি/বিএ-১২