গোলাপগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
১০:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
১০:৫৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ২ জনের নমুনা সংগ্রহ করে গত ২৩ জুলাই সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ শনিবার তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন আক্রান্ত ২ জন হলেন- ইসলামপুর এলাকার সফর আলী (৪২) ও গোলাপগঞ্জ থানার এটিএসআই হাফিজুর রহমান (৩৪)।

এ নিয়ে গোলাপগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা হলো ২০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ৯ জন।

 

এফএম/আরআর-০১