ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতার খাদ্যসামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
১০:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
১০:৫৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতার খাদ্যসামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতাহুর রহমানের উদ্যোগে সিলেটের ওসমানীনগরের অসহায় পানিবন্দি লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণগ্রামে অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজল হোসেনের পরামর্শে এবং মিফতাহুর রহমানের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্রাহ্মণগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী বিএনপি নেতা ইসকন্দর আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজলো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া ও উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাইস্তা মিয়া।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা ইমাদ উদ্দিন লিলু, আবুল কালাম, আব্দুল মন্নান, কয়েছ মিয়া, মাহমদ আলী, আব্দুর রকিব সাহেদ, যুবদল নেতা শিপু চৌধুরী, আনা মিয়া, সিলেট জেলা তরুণ প্রজন্মদলের সহ-সভাপতি আব্দুল বাছিত, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম রাজু, সেচ্ছাসেবক দলের নেতা কবির খান, জাকির আহমদ ও কামাল আহমদ পারভেজ।

সভায় বক্তারা বলেন, করোনাভাইরাস ও বন্যার কবলে পড়ে সাধারণ মানুষদের দিন কাটছে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায়। দেশের এই সংকটময় মুহূর্তেও আওয়ামী লীগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে নেতাকর্মীদের উপর চালিয়ে যাচ্ছে নানারকম নির্যাতন। বালাগঞ্জ-বিশ্বনাথ- ওসমানীনগরের জনতার নেতা সাবেক সাংসদ ইলিয়াস আলীকে গুম করার পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরানো হয়েছে। অত্র অঞ্চলের মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে তাহসিনা রুশদির লুনার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ।

তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নানা প্রতিকূলতার মধ্যে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সারাদেশে অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ। এরই ধারাবাহিকতায় সাবেক ছাত্রদল নেতা বর্তমানে ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। দেশের অসহায় মানুষের কল্যাণে বিএনপির নেতা-কর্মীদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

তাজপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ শাহজাহান আলী ও সদস্য অপু আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা মনর মিয়া, রেজন মিয়া, আনোয়ার মিয়া, হাবিব হোসেন, ছাত্রদল নেতা খালেদ আহমদ, আমিনুল ইসলাম জামিল প্রমুখ।

 

ইউডি/আরআর-০২