গোলাপগঞ্জে পাঁচ জুয়াড়ি আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে পাঁচ জুয়াড়ি আটক

সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

আজ শনিবার (২৫ জুলাই) বেলা ১টায় থানার এসআই একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে। পরে জুয়াড়িদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- ধারাবহর গ্রামের মুমিন আলীর ছেলে রানা মিয়া (৪০), একই গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. হোসেন (৩২), মৃত হেকিম আলীর ছেলে হোসেন আহমদ (৩৮), ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মৃত ইরমান আলীর ছেলে তানু মিয়া (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আলম (৩০)।

আটকের সময় তাদের কাছ থেকে এক বান্ডিল জুয়া খেলার তাস ও নগদ ২ হাযার ১শ ২ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-৩২/২৫.০৭.২০২০) দায়ের করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ৫ জুয়াড়ি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

 

এফএম/আরআর-০৩