গোয়াইনঘাটে মাদক ও সন্ত্রাসকে ছাড় নয় : ওসি (তদন্ত)

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
০২:০৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০২:০৯ অপরাহ্ন



গোয়াইনঘাটে মাদক ও সন্ত্রাসকে ছাড় নয় : ওসি (তদন্ত)

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেছেন, গোয়াইনঘাটে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এসব প্রতিরোধে পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও গুজব হচ্ছে সমাজের জন্য ভয়ানক ব্যাধি। এসবে যে বা যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুন্দর জীবন অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজ থেকে সবাই শপথ করুন, কোনো সময় মাদককে প্রশ্রয় দেবেন না। মাদকের ব্যাধিতে কোনোভাবে অগ্রসর না হয়ে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে হবে। তাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের সেবায় এগিয়ে নিয়ে আসতে হবে।

আজ শনিবার (২৫ জুলাই) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক পথসভায় তিনি যুব সমাজের উদ্দেশে এসব কথা বলেন।

ওসি বলেন, 'পুলিশ হবে জনতার, মুজিববর্ষের অঙ্গীকার'- এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের হাত ধরে পুলিশ প্রশাসন জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে। তাই আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে থানায় আসুন। আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।

এসময় তিনি যুব সমাজের উদ্দেশে বলেন, আপনার আগেই জেনেছেন, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেটের পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, পূর্ব জাফলং যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, বন্ধন সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জালাল হোসাইন, সাধারণ সম্পাদক আকবর আলী, মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক লিটু আনাম লিটন, প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থার (প্রসেস) সভাপতি জুনেদ আহমদ, ছৈলাখেল সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক হালিম আল মামুন, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাছান মজনু, মাওলানা জিয়াউর রহমান জিয়া, জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ আলী, পূর্ব জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজনসহ এলাকার যুবসমাজের প্রতিনিধিরা।

 

এমএম/আরআর-১০