তিন চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৩৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২০
০৪:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৫:১২ অপরাহ্ন



তিন চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৩৫ জন শনাক্ত

তিন চিকিৎসকসহ সিলেট, সুনামগঞ্জে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

আজ শনিবার (২৫ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের দুইজন, হবিগঞ্জের দুইজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৩ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওসমানীর ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।’

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ২৬ জন সদর ও সিটি করপোরেশন এলাকার। ওসমানীনগর, কানাইঘাট, বিশ্বনাথ দক্ষিণ সুরমায় একজন করে রয়েছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৯৬৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৮৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১১ জন ও মৌলভীবাজারের ৯১৯ জনে দাঁড়াল।  

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৩ হাজার ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৬৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জের ৫৪০ জন ও মৌলভীবাজার জেলার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ জনকে।

করোনা আক্রান্ত ২১২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৬ জন।

বিএ-১৯