ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৫, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
ওসমানীনগরে জাতীয় ইমাম সমিতি গোয়ালাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে সামাজিক সুরক্ষায় ইমাম ও মুয়াজ্জিনদের কর্তব্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোয়ালাবাজার ইউপি হল রুমে ইমাম সমিতি গোয়ালাবাজার ইউপি শাখার সভাপতি মাওলানা শহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ শামীম এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
বিশেষ অতিথি ছিলেন সমিতির ওসমানীনগর উপজেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা আবুল বাশার, সহসভাপতি মাওলানা আব্দুল মতিন গজনভী, সাধারণ সম্পাদক মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, স্থানীয় ইউপি সদস্য জিলু মিয়া, সমাজসেবক আব্দুল হামিদ, সাংবাদিক মো. মুহিব হাসান।
বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জিয়া উদ্দিন, হাফেজ মনসুর আহমদ, হাফেজ মাওলানা সৈয়দ মুছলেহ উদ্দিন, ক্বারী মাওলানা আজাদ আলী।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম।
বিএ-০৪