ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০৮:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৮:১৪ পূর্বাহ্ন
যুক্তরাজ্যস্থ আল-ইনসান ফাউন্ডেশনের ইউকের উদ্যোগে সিলেটের ওসমানীনগরের মোবারকপুর এলকায় অসহায় লোকজনের মধ্যে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলপমেন্ট সমবায় সমিতির আয়োজনে উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ।
বিশেষ অতিথি ছিলেন, আব্দুল মালিক, সাবেক মেম্বার আব্দুল হাই, ওসমানীনগর ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলপমেন্ট সমবায় সমিতির সভাপতি শামসুল ইসলাম শামীম, শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
বক্তব্য দেন, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির মিয়া, শায়েখুল ইসলাম শায়েখ, মোবারকপুর লুৎফিয়া হাফিজিয়া মাদরাসার নাজিম শেখ বেলাল আহমদ, সমাজসেবী ফখর উদ্দিন, সেবুল মিয়া, মাহবুবর রহমান, আব্দাল মিয়া, তফুর মিয়া, রুহুল ইসলাম, বাদশা মিয়া প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, তেল, সেমাই, চিনি, রসুন, আদা , ময়দা, লবন, পিঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলপমেন্ট সমবায় সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, এলাকার যে কোন দূর্যোগসহ সার্বিক উন্নয়নে সাহায্যে হাত প্রসারিত করেন যুক্তরাজ্যস্থ আল ইনসান ফাউন্ডেশন ইউ'কের চেয়ারম্যান ফজল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। করোনার প্রার্দূভাব শুরুর পর থেকেই এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যানে তাদের মানবিক কার্যক্রমগুলো বৃহত্তর সিলেট অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত রমজান মাসে সংগঠনের উদ্যোগে মাস ব্যাপি ত্রাণ ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরণ ও করোনার কারণে গৃহবন্দি মধ্যবিত্ত পরিবারকে পরিচয় গোপন রেখে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইউডি/বিএ-১৯