কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০১:৫৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০১:৫৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা নিতে এসে দোতলার সিঁড়ির রেলিং ভেঙ্গে নিচে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম মো. শুক্কুর আলী (৭০)। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের বাসিন্দা।
আজ রবিবার বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টায় সোনালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখায় বয়স্ক ভাতা উত্তোলন করতে আসেন বৃদ্ধ শুক্কুর আলী। তার সঙ্গে ভাতা নিতে আসেন আরও অনেকেই। বেলা ২টায় ব্যাংকের সিঁড়িতে অপেক্ষমান অবস্থায় মানুষের চাপে ভেঙ্গে পড়ে সিঁড়ির রেলিং। এ সময় শুক্কুর আলীসহ আরও ৮-১০ জন উঁচু সিড়ি থেকে নিচে পড়ে যান। এ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ শুক্কুর আলীর। আহত হন বয়স্ক ভাতা নিতে আসা রাজনগর গ্রামের আব্দুল গফুর (৭৫), বাঘারপাড় গ্রামের ছমিরুন (৭০) এবং টুকেরগাঁও গ্রামের পায়রা বেগম (৪৮)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বয়স্ক ভাতা নিতে এসে বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য সুন্দর আলী।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুজ্জামান রাসেল বলেন, 'ব্যাংকের সিড়ির রেলিং ভেঙ্গে ৩ জন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে কেউ মারা গেছেন কি না আমার জানা নেই।'
সোনালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক দিলীপ দেবনাথ বলেন, 'রেলিং ভেঙ্গে একজনের মৃত্যুর খবর আমি শুনেছি।'
কেএ/আরআর-০৬