নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২০
০৩:৩৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৭:০৪ অপরাহ্ন
শিশু সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
আজ রবিবার (২৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
করোনা মহামারীর শুরু থেকেই তিনি সিটি করপোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ডা. জাহিদুল ইসলামের বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনএইচ/এএফ-০৫