গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০৬:৪১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৭:৩৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিয়াডহর এলাকা থেকে মাদক বিক্রেতা শরফ উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাজা জব্দ করা হয়। সে চন্দরপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক দল পুলিশ অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে মাদক সহ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (মামলা নম্বর-৩৪) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউডি/আরসি-০২