নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০৬:৫১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়া (৩৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) নিহত কামালের স্ত্রী রাজনা আক্তার বাদী হয়ে ২৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামাল হোসেন রবিবার ( ২৬ জুলাই) রাতে জানান, শনিবার সুনামগঞ্জ থেকে হাবিবুল মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত হবিবুলকে রবিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউপির শিবগঞ্জ বাজারের পাশে এম.এ. খালেক স্বাস্থ্য কমল্পেক্সের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে কামাল মিয়াকে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
এএইচএম/আরসি-০৩