ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০৭:০১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তাদের করোনা শনাক্ত নিশ্চিত হয়।
করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী নতুন করে ৩ জনের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলার বুরুঙ্গা এলাকার ৮০ বছর বয়সী একজন, উছমানপুর ইউনিয়নের মঈনপুর এলাকার ৪৫ বছরের একজন ও গোয়ালাবাজার এলাকার ৪১ বছর বয়সী এক মহিলা রয়েছেন।
আক্রান্তরা কয়েকদিন ধরে শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেটের একাধিক হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার তারা করোনার নমুনা প্রদান করেন বলে জানান ডা. সাকিব।
ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৩৬ জন। বাকিরা হোম আইসোলেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ইউডি/ আরসি-০৪