নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন
সিলেট নগরের পীরমহল্লা এলাকায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত পৌণে ৮ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপ পরিদর্শক রিপন দাশ সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পীরমহল্লা এলাকার বাসিন্দা সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. দিদার চৌধুরীর বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। এসময় ৬৫০ পাউন্ড ও ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তবে কি পরিমাণ স্বর্ণ ছিল তা এখনও নিশ্চিত হতে পারেননি তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন।
আরসি-০৫