গোয়াইনঘাট প্রতিনিধি
জুলাই ২৭, ২০২০
০৬:০৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০৭:০৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যু্বককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজারের রাজনগর থানার জাহিদপুর এলাকার আব্দুল মুনিব উরফে বকুল বিশ্বাস (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক আব্দুল মন্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মাতুরতল বাজার থেকে ইয়াবাসহ বকুল বিশ্বাসকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী পান্থুমাই গ্রামের সুলেমান আহমদ (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মিমি/আরসি-০৭