নগর চত্বরে ‘কামরান চত্বর’ লেখা সাইনবোর্ড লাগালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৭, ২০২০
১১:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০২:২৭ অপরাহ্ন



নগর চত্বরে ‘কামরান চত্বর’ লেখা সাইনবোর্ড লাগালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

আগের দিন রবিবার সন্ধ্যায় নতুন স্থাপনার উদ্বোধনের সময় সিটি পয়েন্টকে ‘নগর চত্বর নামকরণ করা হয়। এরপর ২৪ ঘন্টা পেরুনোর আগেই আরেক দফা নাম পরিবর্তন হয়ে সেটি এখন ‘কামরান চত্বর’। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ দুপুরে সিসিকের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে সেখানে ‘কামরান চত্বর’ লেখা সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। 

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগর চত্বরে আসেন। সেখানে তারা ‘কামরান চত্বর’ নামকরণ করে সাইনবোর্ড টানান। এরপর শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ করে চত্বরটির নাম আনুষ্ঠানিকভাবে কামরান চত্বর করার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান। 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আফতাব হোসেন খান এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

কাউন্সিলর আজাদ বলেন, কামরান ভাই দীর্ঘ ৩৩ বছর এই নগরের সেবায় জনপ্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসির যৌক্তিক দাবি। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সিটি করপোরেশনের মাসিক সভা। এই সভায় আমরা এই চত্বরের নাম কামরান চত্বর করার প্রস্তাব রাখব এবং আশা করি সর্বসম্মতিতে এটি পাস হবে।

সিলেট নগর ভবনের সামনের চত্বরটি এতদিন সিটি পয়েন্ট নামেই পরিচিত ছিল। পয়েন্টের সৌন্দর্য বর্ধনের জন্য সেখানে একটি সুদৃশ্য স্থাপনা তৈরির কাজ শুরু করে সিটি করপোরেশন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিসিকের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মারা গেলে সেই পয়েন্টের নাম কামরান চত্বর করার দাবি তুলেন তাঁর অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই দাবি তুলেন। এরকম অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় স্থাপনার কাজ শেষে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এটির নাম সিটি পয়েন্টের স্থলে ‘নগর চত্বর’ করা হয়। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের দীর্ঘকালীন জনপ্রতিনিধি বদরউদ্দিন আহমদ কামরানের স্মৃতি ধরে রাখতে সিলেটের গুরুত্বপূর্ণ কিছু নামকরণের প্রস্তাব আমিই প্রথম করেছিলাম। কিন্তু নামকরণ করতে হলে সিটি করপোরেশনের সাধারণ সভায় তা পাশ করাতে হয়। করোনার কারণে এতদিন আমরা সাধারণ সভা করতে পারিনি। আগামীকাল মঙ্গলবার সাধারণ সভা হবে। এতে এই ব্যাপারে আলোচনা হবে।

আরসি-১২