কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২০
০১:২৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০১:২৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযানে লিলাইবাজার, সুজনের বাড়ি ও বাংকার এলাকার নদীতীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করায়, বালুর পরবর্তীতে চিপ পাথর উত্তোলন করায় এবং সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করায় ১০টি মামলায় বিভিন্ন অংকের জরিমানা মিলিয়ে মোট ৬ লাখ টাকা আদায় করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে সেখানেই নিলামের মাধ্যমে ৭ হাজার ৮শ টাকা মূল্যে বিক্রি করা হয়।
অভিযানে অংশ নেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, বিজিবি'র কালাসাদক কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম ও তাদের সঙ্গীয় ফোর্স।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, 'প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চুরি করে কিছু নৌকার মালিক নদীর তীর থেকে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতীরে বালু উত্তোলন করা হলে অভিযান অব্যাহত থাকবে।'
কেএ/আরআর-০৯