বিয়ানীবাজারে রেকর্ড গতিতে আসছে রেমিট্যান্স

শিপার আহমেদ, বিয়ানীবাজার


জুলাই ২৭, ২০২০
০২:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০২:০৬ অপরাহ্ন



বিয়ানীবাজারে রেকর্ড গতিতে আসছে রেমিট্যান্স

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেলে বেড়েছে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স প্রবাহ। করোনা সঙ্কটের মধ্যেও চলতি জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত বিয়ানীবাজারের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে প্রায় ২০ কোটি টাকার মতো রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের আয় পাঠানোর এই গতি অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাবেন উপজেলাবাসী।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ দেশ অচল হয়ে পড়ে। গত মার্চ-এপ্রিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ফলে কর্মহীন হয়ে পড়েন অনেক প্রবাসী। পরে মে মাস থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এখন ধীরে ধীরে বিশ্ব পরিস্থিতির উন্নতি হচ্ছে। অচলাবস্থা থেকে অনেক দেশ স্বাভাবিক হয়েছে। খুলে দেওয়া হয়েছে ব্যবসা-বাণিজ্য। ফলে রেমিট্যান্স প্রবাহও বাড়ছে। এর ধারাবাহিকায় গত মাসে (জুন) রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন বিয়ানীবাজারের প্রবাসীরা। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় পাবেন এখানকার মানুষ।

ইসলামী ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক জানান, কোরবানির ঈদকে উপলক্ষ্য করে এ উপজেলার প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের কাজে লাগছে। এখানকার প্রবাসীদের অবদান স্মরণে রাখতে হবে।

সাউথ ইস্ট ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক জানান, গত সপ্তাহে প্রায় ৩ কোটি টাকা রেমিট্যান্স প্রাহকের কাছে তুলে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে। করোনা মহামারি চলমান থাকার পরও গত ঈদুল ফিতরেও প্রবাসীরা বিয়ানীবাজারের ব্যাংকগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করেছেন। রেমিট্যান্স পাঠাতে উৎসাহ বৃদ্ধির জন্য অগ্রণী ব্যাংক ৩ শতাংশ প্রণোদনা বিতরণ করছে। পৌরশহরের সবক'টি ব্যাংকের শাখায় ঈদের আগ পর্যন্ত রেমিট্যান্স গ্রহণে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় থাকবে বলে মনে করছেন ব্যাংকাররা।

এদিকে সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছর শেষে বিয়ানীবাজারের প্রবাসীরা ২০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা অন্যান্য সময়ের চেয়ে বেশি বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা। গত অর্থবছরের মতো রেমিট্যান্স বাড়াতে চলতি অর্থবছরেও এ খাতে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

এসএ/আরআর-১২