ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২৭, ২০২০
০২:৫২ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০২:৫২ অপরাহ্ন



ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সুহেল মিয়া (১২)। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।

জানা গেছে, আজ সোমবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার সাদিপুর ব্রিজের উপর দাঁড়িয়েছিল সুহেল। এ সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান সুহেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুহেলের মৃত্যু হয়। পরবর্তীতে শেরপুর টোল প্লাজার সামনে কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়। তবে এর চালক পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘাতক কাভার্ড ভ্যানটি শেরপুর হাইওয়ে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

 

ইউডি/আরআর-১৫