জৈন্তাপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ২৭, ২০২০
০৩:৩০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৩:৩০ অপরাহ্ন



জৈন্তাপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আঞ্জাগ্রাম যুব সংঘের সভাপতি মো. শওকত আলীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন পরিষদে সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. রাহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।

কোরআন খতম ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম রনির হুজুর। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা এখলাছুর রহমান, হাফিজ শামীম আহমদ, ইউপি সদস্য মো. হাজির আলী, ইউপি সদস্য মো. জালাল উদ্দিন, সুলতান আহমদ, আজির উদ্দিন, মুশাহিদ আলী, কুদরত উল্লাহ, সিদ্দেক আলী, ফরিদ আহমদ, এবাদুর রহমান, কাওছার আহমদ, আব্দুর রশিদ, ফয়েজ আহমদ বকুলসহ আঞ্জাগ্রাম যুব সংঘের সকল সদস্যবৃন্দ ও অত্র এলাকার মুরুব্বিগণ।

শোকসভায় বক্তরা বলেন, আঞ্জাগ্রাম যুব সংঘ ক্লাবের সভাপতি মরহুম মো. শওকত আলীর মৃত্যুতে এলাকাবাসী হারাল একজন গুণি ব্যক্তিকে। তিনি অত্র অঞ্চলের একজন শালিস ব্যক্তিত্ব ছিলেন। একটি গোষ্ঠী কর্তৃক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলায় জড়িয়ে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার করানো হয়। পরবর্তীতে তিনি জেলহাজতে মৃত্যুবরণ করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুম মো. শওকত আলীকে জান্নাতের সর্ব্বোচ্চ স্থানে অধিষ্টিত করেন।

 

আরকে/আরআর-১৭