নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২০
০৪:৫০ পূর্বাহ্ন
সাত চিকিৎসকসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জ ১ জন ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন। সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৫ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ২ জন, বিশ^নাথ ও ওসমানীনগর উপজেলায় ১ জন করে রয়েছেন।
এদিকে আজ রাতে শাবির ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৭৩ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৪০ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১২৩ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯২৪ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০জন মারা গেছেন।
আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ১৮১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৯৯৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৮ জন, হবিগঞ্জে ৬০১ এবং মৌলভীবাজার জেলায় ৫১৭ জন।
করোনা আক্রান্ত ২০২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৬ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ৪৯ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
এনসি/বিএ-০৮