‘আয় না থাকায় সাধারণ মানুষ খুব কষ্টে আছে'

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৭, ২০২০
০৫:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৫:৩৩ অপরাহ্ন



‘আয় না থাকায় সাধারণ মানুষ খুব কষ্টে আছে'
- বিয়ানীবাজারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফয়সল চৌধুরী

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। 

আজ সোমবার (২৭ জুলাই) প্রবাসী সাবেক ছাত্রনেতা-যুবনেতা ও শুভাকাঙ্খীদের অর্থায়নে জনসাধারণের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় যে সরকার, সেই সরকারের জনগণের প্রতি কোনো আস্থা নাই। জনগণের ওপর তাদের কোনো দায় নেই। এই কারণে করোনা সংকটের মতো কঠিন মূহুর্তেও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে।’  

তিনি আরও বলেন, বর্তমানে জনগণের কোন বাক-স্বাধীনতাও নেই। দ্রব্যমূল্যসহ সবখাতে খরচ বেড়েছে। মানুষের আয় না থাকায় খুব কষ্টে আছে সাধারণ মানুষ। অথচ মানুষ এসবের কোনো প্রতিবাদ করতে পারছে না।’

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী এই মহতী কাজের জন্য প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এটি মানবতার অন্যতম উদাহরণ। 

ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক যুগ্ম সম্পাদক সরওয়ার হোসেন, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা জাসাস সভাপতি সাইফ উদ্দিন, সাইফুল ইসলাম, খায়রুল, যুবদল নেতা মাহমুদ হোসেন, জাকির হোসেন, ইউপি সদস্য হোসেন আহমদ। 

শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ।