নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২০
০৬:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০৬:১৬ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ের সমছু মিয়া (৫০) নামে এক গরু ব্যবসায়ী মলম পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। তার চোখে মুখে মলম মাখিয়ে টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় মলম পার্টিরা।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৩ টায় সিলেট নগরের আখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় দক্ষিণ সুরমা থানার তেতলি এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে যায় মলম পার্টির সদস্যরা।
সন্ধ্যায় তাকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অচেতন অবস্থায় উদ্বার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গরু ব্যবসায়ী সমছু মিয়ার জ্ঞান এখনও ফেরেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, অবচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও জ্ঞান না ফেরায় বিস্তারিত জানা যায়নি। জ্ঞান ফিরলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
আরসি-১৫