সিটি পয়েন্টের নামকরণে প্রস্তাব দেবে কমিটি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৮, ২০২০
০৮:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন



সিটি পয়েন্টের নামকরণে প্রস্তাব দেবে কমিটি
সিটি করপোরেশনের সাধারণ সভায় সিদ্ধান্ত

নগর ভবনের সামনের চত্বরের নামকরণ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নামে নাকি অন্য কোনো নামে হবে সে ব্যাপারে প্রস্তাব দেওয়ার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন মেয়র আরিফুল হক চৌধুরী। জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ কমিটিতে থাকবেন।

আজ মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) সিলেট সিটি করপোরেশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ভার্চুয়াল সভায় যুক্ত হওয়া এক কাউন্সিলর সিলেট মিররকে নিশ্চিত করেছেন । কমিটি প্রস্তাব দিলে সিটি করপোরেশনের সাধারণ সভায় ‍পুনরায় ‍উত্থাপন করা হবে। সেখানে পাস হলে পরিষদের সিদ্ধান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

নগর ভবনের সামনের চত্বর বর্তমানে `সিটি পয়েন্ট‘ হিসেবে পরিচিত। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই চত্বরের কোনো নামকরণ করা হয়নি। বেশ কিছুদিন ধরে এই চত্বরের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর এই বিষয়টি আবার আলোচনায় আসে।

সম্প্রতি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) অর্থায়নে সিটি পয়েন্টে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করা হয়। গত ২৬ জুলাই মেয়র আরিফুল হক চৌধুরী `নগর চত্বর‘ হিসেবে এই চত্বর উদ্বোধন করেন। পরদিন ২৭ জুলাই বদরউদ্দিন আহমদ কামরানের অনুসারীরা নবনির্মিত চত্বরে `জনতার কামরান চত্বর‘ লেখা সাইনবোর্ড লাগিয়ে দেন। এ সময় তারা বিক্ষোভ করেন এবং অবিলম্বে আনুষ্ঠানিকভাবে এই চত্বরকে `কামরান চত্বর‘ হিসেবে নামকরণের দাবি জানান। 

সিটি করপোরেশনের সাধারণ সভার শুরুতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে নিয়ে স্মৃতিচারণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রারম্ভিক বক্তব্যে তিনি এই চত্বরের নামকরণের বিষয়ে কাউন্সিলরদের মতামত চান। তিনি বলেন, `বদরউদ্দিন আাহমদ কামরানের মৃত্যুর পর আমি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও নগরবাসীর সেবক হিসেবে তাঁকে স্মরণীয় করে রাখার ইচ্ছা পোষণ করেছিলাম। এরপর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সিটি পয়েন্টকে 'কামরান চত্বর' হিসেবে নামকরণের প্রস্তাব আসে। মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আ ফ ম কামাল, মরহুম এনামুল হক চৌধুরী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা মরহুম ইফতেখার হোসেন শামীম ও করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যাওয়া চিকিৎসক ডা. মঈন উদ্দিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে নামকণের প্রস্তাব আসে।‘ বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলুর অনুরোধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, `শিপলু কোনো একটি প্রতিষ্ঠানের নাম বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণের অনুরোধ করেছে।‘

এরপর সভায় এই চত্বরের নামকরণ নিয়ে কাউন্সিলররা আলোচনা করেন। আলোচনাক্রমে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে সিটি পয়েন্টসহ নগরের বিভিন্ন স্থাপনার নামকরণের জন্য মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির সদস্যরা বদরউদ্দিন আহমদ কামরানসহ নগরের প্রয়াত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের প্রস্তাব দেবেন। নগর পরিষদে অনুমোদিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।