করোনাকালে পর্যটন ব্যবস্থাপনা নিয়ে গোয়াইনঘাটে মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ২৮, ২০২০
০১:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০১:০৪ অপরাহ্ন



করোনাকালে পর্যটন ব্যবস্থাপনা নিয়ে গোয়াইনঘাটে মতবিনিময়

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র প্রকৃতিকন্যা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্তুমাই ঝর্ণাসহ আকর্ষণীয় স্থানসমূহে পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে করোনাভাইরাস মোকাবেলা ও সুষ্ঠু পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক আহমদ, সারি বন বিভাগের রেঞ্জার সাদ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম, জাফলং পর্যটন পুলিশের এসআই মোহাম্মদ আলী, বিছনাকান্দি পর্যটন পুলিশের এসআই আবু সালেহ, জাফলং পর্যটন পুলিশের এএসআই আবু সালেহ প্রমুখ।

এছাড়া জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্তুমাইয়ের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, পর্যটন গাইড ও ফটোগ্রাফার, স্টুডিও মালিক সমিতি এবং নৌকাচালকসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

 

এমএম/আরআর-০৭