নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২০
০৫:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২০
০৫:৫০ অপরাহ্ন
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮১ টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারের ২৩ জন রয়েছেন।
সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ১৯ জন, কানাইঘাট উপজেলায় ২ জন, বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় একজন করে রয়েছেন।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ১১৬ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৫১ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৫৮ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০জন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ২৫৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ১১ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯২ জন, হবিগঞ্জে ৬২২ এবং মৌলভীবাজার জেলায় ৫৩১ জন।
করোনা আক্রান্ত ১৯১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
বিএ-২১