কানাইঘাটে বিদেশগামীসহ ১০ জনের করোনা শনাক্ত

কানাইঘাট প্রতিনিধি


জুলাই ২৯, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন



কানাইঘাটে বিদেশগামীসহ ১০ জনের করোনা শনাক্ত

কানাইঘাটে করোনার আক্রান্তের সংখ্যা মধ্যখানে কমে গেলেও আবারো বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিদেশগামী কয়েকজনও রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সত্র জানায়, গত ২৩ জুলাই থেকে গত ২৭ জুলাই পর্যন্ত কানাইঘাটে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে, উপজেলার বড়দেশ নয়াগ্রামের একজন, গাছবাড়ী বাজারের একজন, পাত্রমাটি গ্রামের একজন, নয়াগাও গ্রামেরএকজন, ফাগু গ্রামের একজন, ছত্রপুর গ্রামের একজন তারা সবাই আরব আমিরাত প্রবাসী। 

করোনা মহামারির আগে তারা আরব আমিরাত থেকে দেশে ছুটিতে এসেছিলেন। সেখানে ফিরে যাওয়ার জন্য করোনাভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করা হলে সম্প্রতি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বাকিরা হলেন, বাউরভাগ ৩য় খন্ড গ্রামের একজন, কায়স্থগ্রামের একজন, উপজেলা যুব উন্নয়ন অফিসের একজন। 

এমআর/বিএ-০৬