নাট্যশিল্পী রজত কান্তি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৮, ২০২০
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন



নাট্যশিল্পী রজত কান্তি করোনা আক্রান্ত

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক নাট্যশিল্পী রজত কান্তি গুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। শরীরেও কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তিনি।             

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর তার করোনা শনাক্ত হয়।

করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। রজত কান্তি গুপ্ত বলেন, দুদিন আগে জ্বর আসায় আমি নমুনা জমা দেই। এরপর মঙ্গলবার আসা রিপাের্টে করোনা শনাক্তের বিষয়টি জানতে পারি। 

রজত কান্তি গুপ্ত তাঁর নিজের ও পরিবারের জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করেছেন।

আরসি-০১