সিলেটে পলিথিনের অবৈধ কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৯, ২০২০
১০:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
১০:২২ পূর্বাহ্ন



সিলেটে পলিথিনের অবৈধ কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

সিলেট সদর উপজেলার খাদিমনগরে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের দায়ে এক পলিথিন কারখানাকে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদলত। এসময় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

খাদিমনগর ইউনিয়নের আটগাঁও গ্রামে অবস্থিত এই কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

আজ বুধবার (২৯ জুলাই) সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ  উদ্দিনের নেতৃত্বে এই পলিথিন কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

মেজবাহ  উদ্দিনে জানান, পরিবেশ অধিদপ্তর সিলেটের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকণেরন অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আওতায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অবৈধভাবে পলিথিন  উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট র‌্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আলমগীর।

আরসি-০৯