নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২০
১২:০৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২০
১২:০৭ অপরাহ্ন
সিলেট শহরতলির লাক্কাতুরায় সদর উপজেলার উদ্যোগে ইজারা দেওয়া হাটের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে ভার্চুয়াল শুনানিতে আজ বুধবার (২৯ জুলাই) এ স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।
জানা যায়, লাক্কাতুরার স্কুল মাঠে ঈদ উপলক্ষ্যে পশুর হাট বসানোর জন্য ইজারা প্রদান করে সিলেট সদর উপজেলা প্রশাসন। গত শুক্রবার থেকে এই মাঠে হাট বসানোর কাজ শুরু হয়। স্কুল মাঠসহ আশপাশের স্থাপনা ও মাঠে রোপন করা গাছের চারা ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা ও করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এই মাঠে হাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন অনেকে। কিন্তু এসব আমলে না নিয়েই চলছিল হাটের কার্যক্রম।
এরপর জনৈক কাদির আহমদ বাদী হয়ে হয়ে এ রিট পিটিশন দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অজিত দাশ গুপ্ত।
হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এখন থেকে আর এ স্কুল মাঠে হাট বসানো যাবে না। স্কুল মাঠে হাটের জন্য বসানো সকল স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন আদালত।
এই বিষয়ে আইনজীবি মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণ বাণিজ্যিক কোনো কাজে ব্যবহৃার না করার ব্যাপারে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এই নির্দেশনার বাইরে গিয়ে মাঠ ইজারা দেওয়া হয়। এছাড়া মহামারীর এই পরিস্থিতিতে হটস্পট তৈরি হয়ে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই জনস্বার্থে এই রিট করা হয়।’
তিনি আরও বলেন, ‘আবেদন আমলে নিয়ে আদালত হাট বন্ধের নির্দেশ দিয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত হাটের ইজারা প্রদানের নোটিশ স্থগিত করেছেন।’ আদালতের এই আদেশ আজ থেকেই কার্যকর বলে জানান তিনি।
এই বিষয়ে কথা বলার জন্য সিলেট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
এনএইচ/আরসি-১৪