নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২০
০৩:৫৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২০
০৪:২২ অপরাহ্ন
সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ বুধবার (২৯ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে সিলেট জেলার ১৪ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।
সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ২১ জন এবং জকিগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ১৪৬ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৬৮ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৫২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৭০ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮ জন, হবিগঞ্জে ৬২৭ এবং মৌলভীবাজার জেলায় ৫৩১ জন।
করোনা আক্রান্ত ১৮৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
বিএ-১২