খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পাচ্ছেন না: ফখরুল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০১, ২০২০
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
০৬:০৫ অপরাহ্ন



খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পাচ্ছেন না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ। তাঁর সমস্যাগুলোর এখনও সমাধান করা সম্ভব হয়নি। তিনি তো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলোয় যাওয়া যায় না।’

আজ শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার দিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায় আছেন। তাঁদের আশা, খালেদা সেই সুযোগ পাবেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘ডাক্তাররা আসতে পারছেন না। বিদেশে গিয়ে যে চিকিৎসা করবেন, তারও কোনো সুযোগ নেই। সেই কারণে তাঁর উন্নত যে চিকিৎসা, সে সুযোগ তিনি পাননি। সেই সুযোগের অপেক্ষায় আছি। আশা করব, তিনি সে সুযোগ পাবেন।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘করোনার কারণে স্থায়ী কমিটির নেতারাই শুধু এসেছেন। এবার ঈদে মানুষকে ভাইরাস ও বন্যা মোকাবিলা করতে হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, উদাসীনতা বাদ দিয়ে তারা অবিলম্বে বন্যা দুর্গত মানুষের শুধু ত্রাণ না পুনর্বাসনের ব্যবস্থা করবে। এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত, যা তারা (সরকার) করে না এবং অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই কাজ শুরু করেছি।’

এনপি-১১