সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০২, ২০২০
০৮:০৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২০
০৮:০৮ অপরাহ্ন
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে বিষাক্ত মদ পানে অন্তত ৮৬ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।
শনিবার পুলিশ রাজ্যের শতাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত মদ জব্দ ও ২৫ জনকে গ্রেপ্তার করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের এ রাজ্যে গত কয়েকদিন ধরেই বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল।
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এসব মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
ভারতে প্রতিবছরই চোলাই মদ খেয়ে কয়েকশ মৃত্যুর ঘটনা ঘটে।
লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় দেশটির অন্ধ্র প্রদেশের একটি গ্রামে সম্প্রতি কোমল পানীয় ও পানি মেশানো হ্যান্ড স্যানিটাইজার খেয়েও ১০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের বিভিন্ন অংশে অবৈধভাবে বানানো মদের দাম সুপরিচিত ব্র্যান্ডের মদের তুলনায় কম হওয়ায় দুর্গম অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। এসব চোলাই মদে প্রায়ই মিথানল মেশানো হয়। পাকস্থলিতে বিষাক্ত এ রাসায়নিকের সামান্য উপস্থিতি অন্ধত্ব, যকৃতের মারাত্মক ক্ষতি এমনকী মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে।
বিএ-০৭