‘সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৫, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন



‘সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়’
-সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘সিনহা নিহতের ঘটনার দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়।’

আজ বুধবার (৫ আগস্ট) কক্সবাজারে দুপুর আড়াইটার দিকে যৌথ সংবাদ সম্মেলনে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় অবশ্যই প্রভাবমুক্ত তদন্ত হবে। সিনহার মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চায় সেনাবাহিনী।’

এসময় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে। কোন প্রকার উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না।’

এর আগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় টেকনাফের আদালতে হত্যা মামলা করেছে পরিবার। ঘটনার দিন উপস্থিত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত রাশেদের বোন শারমিন।

মামলাটি আমলে নিয়ে বিচারক তামান্না ফারাহ টেকনাফ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাবকে। সূত্র- চ্যানেল২৪, সময় টিভি

 

এএফ/০৮