পাকিস্তানে সমাবেশে গ্রেনেড হামলা, আহত ৩০

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৬, ২০২০
০৪:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২০
০৪:২৫ পূর্বাহ্ন



পাকিস্তানে সমাবেশে গ্রেনেড হামলা, আহত ৩০

ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তির দিন পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহতদেরকে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।

করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেছেন, সমাবেশে গ্রেনেড ছুড়ে মারা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাসে এ গোষ্ঠীটি সক্রিয় ছিল।

গত জুনেও তিনটি হামলার ঘটনায় দু’সেনাসহ চারজনের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছিল এ গোষ্ঠী।

বিএ-০২