ভিনেগারে বলিরেখা থেকে মুক্তি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৯, ২০২০
০৩:২৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২০
০৩:২৬ অপরাহ্ন



ভিনেগারে বলিরেখা থেকে মুক্তি

উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। এতে রয়েছে এক ধরনের অ্যাসিড যা ত্বকের বলিরেখা দূর করে। এছাড়া এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-সেপ্টিক উপাদান ত্বক রাখে দাগহীন। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন আপেল সিডার ভিনেগার।

ফেসওয়াশ হিসেবে প্রতিদিন সকালে ব্যবহার করতে পারেন এটি। এজন্য ১/৪ কাপ কুসুম গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ত্বক ধুয়ে নিন।

৪ কাপ পানির সঙ্গে আধা কাপ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। তুলো ডুবিয়ে রোদে পোড়া ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করতে কার্যকর এই ভিনেগার। ২ টেবিল চামচ পানির সঙ্গে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। দ্রবণে তুলো ডুবিয়ে ব্রণের উপর চেপে নিন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে ৩ টেবিল চামচ পানির সঙ্গে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ত্বকে লাগান তুলার সাহায্যে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

১ টেবিল চামচ আপেক সিডার ভিনেগার, ৩ টেবিল চামচ পানি ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।

বিএ-১৩