নাইজারে ফ্রান্সের ৬ ত্রাণকর্মীসহ ৮ জনকে গুলি করে হত্যা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২০
০৪:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৪:০৬ অপরাহ্ন



নাইজারে ফ্রান্সের ৬ ত্রাণকর্মীসহ ৮ জনকে গুলি করে হত্যা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণকর্মীদের একটি দলের ওপর বন্দুকধারীদের হামলায় ফ্রান্সের ছয় জন নাগরিক, তাদের স্থানীয় পথপ্রদর্শক ও গাড়িচালক নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রবিবার দেশটির একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা এ হামলাটি চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় টিলাবেরি অঞ্চলের গভর্নর টিজানি ইব্রাহিম কাটিয়ালা জানিয়েছেন, নাইজারের রাজধানী নিয়ামে থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে একটি জিরাফ অভয়ারণ্যে হামলার ঘটনাটি ঘটে।  পথরোধ করার পর তাদের হত্যা করা হয় করা হয়েছে বলে জানান তিনি।

ফ্রান্সের ওই ছয় নাগরিক একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় কাজ করত বলে রয়টার্সকে জানিয়েছেন নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইউসুফু কেতমবি। এর আগে দেশটির কর্মকর্তারা নিহতদের পর্যটক বলে উল্লেখ করেছিলেন।

পৃথকভাবে ফরাসি মানবিক ত্রাণ সংস্থা এসিটিইডি’র একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তাদের কর্মীরাও রয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি। তবে নাইজারের কয়েকটি অঞ্চলে যেখানে বোকো হারাম ও ইসলামিক স্টেটের অনুগত গোষ্ঠীসহ জঙ্গিদের তৎপরতা আছে, সেসব এলাকায় ভ্রমণ না করতে লোকজনকে সতর্ক করেছিল ফ্রান্স ও অন্যান্য কয়েকটি দেশ।

নাইজারে ফরাসি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দপ্তর। ম্যাক্রোঁ ফোনে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসুফুর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে তারা, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।

এক বিবৃতিতে নাইজারের কুয়ো জিরাফ রিজার্ভ গাইড অ্যাসোসিয়েশন হামলাকারীদের ‘সন্ত্রাসীদের ইউনিট’ হিসেবে বর্ণনা করেছে এবং এ ঘটনায় নিহতদের মধ্যে তাদের সভাপতি কাদরি আবদু রয়েছেন বলে জানিয়েছে। 

ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশন চ্যানেল কিছু ছবি সম্প্রচার করে সেগুলো ঘটনাস্থল থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। ছবিগুলোতে একটি পোড়া ফোর হুইল ড্রাইভ জীপ ও এর একপাশে কয়েকটি গুলির গর্ত দেখা গেছে।

বিএ-১৬