হোয়াইট হাউসের কাছে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২০
০১:০৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০১:০৫ অপরাহ্ন



হোয়াইট হাউসের কাছে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউসের কাছে গোলাগুলির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তরটির প্রেস রুমে চলা সংবাদ সম্মেলনের মাঝখানেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হঠাৎ করে সেখান থেকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার মার্কিন সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট তাকে সেখান থেকে সরিয়ে নেন বলে জানিয়েছে বিবিসি। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনার বেশ কয়েক মিনিট পর ট্রাম্প সংবাদ সম্মেলনে ফিরে এসে জানান, আইন প্রয়োগকারীরা এক ব্যক্তিকে গুলি করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই সন্দেহভাজন সশস্ত্র ছিল সেটি তিনি বুঝতে পেরেছেন বলেও জানান।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন ঘটনা ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ আছে। হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। এটি বেশ ভালভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে মনে হচ্ছে, তবে সেখানে আসলেই গুলির ঘটনা ঘটেছে আর কোনো একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি জানিনা ওই ব্যক্তির অবস্থা কী।

বিএ-০৮