চার চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৭০ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১২, ২০২০
১১:৫৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
১০:৩৪ অপরাহ্ন



চার চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৭০ জন শনাক্ত

চার চিকিৎসক সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭০ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে মৌলভীবাজার জেলার ৬১ জন, সুনামগঞ্জের একজন এবং সিলেট জেলার ৮ জন। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। 

সিলেট জেলায় শনাক্ত ৮ জনই সিলেট সদরের বাসিন্দা বলেও জানান তিনি। 

এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৮২২ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৬৯৭ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৩২৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২১৬ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১৫ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৪ জন মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৪৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৭১ জন, হবিগঞ্জে ৮৬৬ এবং মৌলভীবাজার জেলায় ৬৯৫ জন। 

করোনা আক্রান্ত ১৪৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

বিএ-২৪