নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন
জঙ্গি সন্দেহে সিলেটের গোয়াইনঘাট থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মানিক মিয়া (৩৭) আল্লাহর দল নামের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।
বুধবার (১২ আগস্ট) গোয়াইনঘাটের রাধানগর বাজার থেকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এটিইউ পরিদর্শক মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এটিউই’র পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, মানিক মিয়া ‘আল্লাহর দল’ সিলেট জেলার দাওয়াহ শাখার প্রধান। সে নগরের শাহপরান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি।
এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিএ-০৬