বন্যায় মৃত্যু দুইশ ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৩, ২০২০
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২০
০৬:২৪ অপরাহ্ন



বন্যায় মৃত্যু দুইশ ছাড়াল

দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে। গত ৩০ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৬৯ জন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ১৭ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে দুজনেরসহ মোট ২০২ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে তিনজনের এবং সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্যা দুর্যোগে মৃত ২০২ জনের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে দুইজন, রংপুর তিনজন, সুনামগঞ্জে আটজন, সিরাজগঞ্জে ১৫ জন, জামালপুরে ৩১ জন, টাঙ্গাইলে ৩১ জন, রাজবাড়ীতে দুইজন, মানিকগঞ্জে ১৯ জন, ফরিদপুরে একজন, নেত্রকোনায় ছয়জন, গাজীপুর তিনজন এবং গোপালগঞ্জে দুইজনের মৃত্যু হয়।

সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে।

আক্রান্ত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৪ হাজার ২১১ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) চার হাজার ৪৪৯ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৫৩ জন, পানিতে ডুবে ১৬৯ জন, চর্মরোগে আট হাজার ৭২২ জন, চোখের প্রদাহে এক হাজার ১৮ জন এবং অন্যান্য রোগে ১১ হাজার ১৭৯ জনসহ মোট ৪০ হাজার ৭১০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হন।

বিএ-১০