ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের সাবেক সাব এডিটর রিয়াজ উদ্দীন ইসকার মা আছিয়া বানু আর নেই।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মাকেও হারালেন সাংবাদিক ইসকা। তার জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় অনুুষ্টিত হবে।
এদিকে সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএ-২৬