নানা কর্মসূচিতে তাহিরপুরে শোক দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২০
০৯:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
০৯:৩৯ অপরাহ্ন



নানা কর্মসূচিতে তাহিরপুরে শোক দিবস পালিত

নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ ও উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ১২টায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানার ওসি মো. আতিকুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি বিলাল আমিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, মহিলা যুবলীগের আহ্বায়ক আইরিন বেগম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ প্রমুখ।

এদিকে উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত বাদাঘাট ডিগ্রি কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়সহ উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

অন্যদিকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তাহিরপুরে বাংলাদেশ শ্রমিক লীগ বাদাঘাট ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

স্থানীয় শ্রমিক লীগ কার্যালয়ে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের মিয়া ও সাধারণ সম্পাদক মোশাহিদ তালুকদার।

এ সময় ইউনিয়ন শ্রমিক লীগ নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন দুর্জয়, কবির হোসেন, লিটন মিয়া, মাইনুদ্দিন, মাসুম রানা, শাহিন আলম, জহিরুল ইসলাম প্রমুখ।

 

এএইচ/আরআর-০৬