জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২০
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
০৯:৪৯ অপরাহ্ন



জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিদ্যুৎ প্রকৌশলী আবুল আজাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংবাদিক অমিত দেব প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারাণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

অন্যদিকে জগন্নাথপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাব-রেজিস্ট্রার সুলতানা নাসরীন সুমী, অফিস সহকারী আব্দুর রহিম, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বজলুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

 

এএ/আরআর-০৭